বুমরাহর শিক্ষক মালিঙ্গা
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান ক্রিকেটে ইয়র্কার ডেলিভারিতে কিংবদন্তি মানা হয় শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে। একই ডেলিভারিতে সুখ্যাতি আছে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর। এবার জানা গেল মালিঙ্গার কাছেই ইয়র্কার ঝালিয়ে নিয়েছেন বুমরাহ।
কিছুদিন আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মালিঙ্গা এবং তরুণ ভারতীয় পেসার বুমরাহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলের (মুম্বাই ইন্ডিয়ান্স) হয়ে খেলেছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই ইয়র্কার ডেলিভারি রপ্ত করে এসেছেন বুমরাহ। মালিঙ্গাকে একই দলে পেয়ে আরও বেশি অনুপ্রাণিত হন তিনি। তাঁর (মালিঙ্গা) কাছ থেকে ঝালিয়ে নেন ইয়র্কার।
বুমরাহ বলেন, 'আমি টেনিস বলে ক্রিকেট খেলা শুরু করি। তখন ইয়র্কার দিয়েই উইকেট নিতাম আমি। তাই ইয়র্কার বেশি দিতাম। এরপর আইপিএলে যখন মালিঙ্গার সঙ্গে খেলতাম, তখন সে আমাকে ইয়র্কারের গুরুত্ব তুলে ধরে।'
নিজের ইয়র্কার ডেলিভারিতে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন বুমরাহ। তারপরেও তিনি মনে করেন আরও বেশি শিখতে হবে তাঁর।
'আমার মনে হয় আমি ইয়র্কার দিতে জানি। তবে আমার আরও শিখতে হবে।' আরও বলেছেন বুমরাহ।