জায়গা পাকা করুক পান্ত, চাওয়া কোহলির
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ সফরে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি ঋষভ পান্তের জন্য বড় সুযোগ বলে মনে করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ শুরুর আগে এমনটা বলেছেন কোহলি।
সীমিত ওভারের ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ভারতের নিয়মিত ভরসার নাম ধোনি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে আছেন ধোনি। তাঁর পরিবর্তে প্রত্যাশিতভাবেই জায়গা মিলেছে পান্তের।

জাতীয় দলে জায়গা পাকা করার বড় সুযোগ পেয়েছেন পান্ত, মতামত কোহলির। তাঁর ভাষায়, 'তাঁর (ধোনি) অভিজ্ঞতা বরাবরই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর অনুপস্থিতি ঋষভ পান্তের জন্য বড় সুযোগ। পান্ত তার প্রতিভা দেখানোর আরও সুযোগ পেল।
আমরা পান্তের সক্ষমতা সম্পর্কে জানি। আমরা চাই পান্ত জাতীয় দলে আরও ধারাবাহিক পারফর্ম করুক। ধোনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পান্তের মতো তরুণও আমাদের দরকার।'
ধোনির পাশাপাশি এই সিরিজে বিশ্রামে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। এই দুজন ফিনিশার না থাকায় তাঁদের জায়গায় পান্তকে চান কোহলি।
'হার্দিক এবং ধোনির মতো দুজন ফিনিশার নেই আমাদের। তবে এদের অনুপস্থিতি নতুনদের জন্য অবশ্যই সুযোগ। পান্ত নিজেও সুযোগের অপেক্ষায় আছে।'