ধোনিকে সাতে নামানো আমার একার সিদ্ধান্ত নয়ঃ বাঙ্গার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে এত পরে নামানোর সিদ্ধান্ত একার ছিল না বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে বিরাট কোহলির ভারত। ধোনির মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানই পারতেন সেসময় দলকে বিপদমুক্ত করতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাঁকে নামানো হয় সাত নম্বরে।

এই ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে হিন্দুস্থান টাইমসকে বাঙ্গার বলেন, 'অনেকের মনে হতে পারে ওই সিদ্ধান্ত আমার নেয়া। কিন্তু তা নয়। বিশ্বকাপ শুরুর আগে ব্যাটিং লাইনআপকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ধোনি নীচের দিকে ব্যাট করবে কারণ তাহলে ৩৫ ওভারের পরের ওভারগুলোতে অভিজ্ঞ মাহিকে ক্রিজে পাবে দল।'
নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৯২ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন ধোনি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ২০৮ রানের মাথায় জাদেজাকে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙ্গেন পেস তারকা ট্রেন্ট বোল্ট।
৭৭ রানে অনবদ্য ইনিংস খেলা জাদেজার বিদায়ের পর ফিনিশারের ভূমিকায় আবির্ভূত হতে পারতেন ধোনি। তবে লোকি ফার্গুসনের করা ৪৯তম ওভারের তৃতীয় বলে মার্টিন গাপটিলের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হয়ে ফেরেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরই সঙ্গে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বিরাট কোহলির দলের।