promotional_ad

তিন-চার বছরের পরিকল্পনা করার সময় এসেছেঃ সাকিব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সময় এসেছে বলে মনে করেন সাকিব আল হাসান। তিন-চার বছর বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাই কেবল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে বিশ্বাস বিশ্বের অন্যতম সেরা এই অললরাউন্ডারের।  


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনোটিতেই সামান্যতম লড়াই করতে পারেনি তামিম ইকবালের দল। তাই দেশের ক্রিকেটের সঙ্কটপূর্ণ অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব।



promotional_ad

তিনি বলেন, ‘হয়তো এখন সময় এসেছে ভালভাবে চিন্তা করে পরের তিন-চার বছরের জন্য পরিকল্পনা করার। আমি নিশ্চিত বিসিবিতে যারা আছেন এটা নিয়ে চিন্তা করছেন। ইতোমধ্যেই আমাদের দুজন কোচও নিয়োগ দিয়েছেন। হয়তো পুরো কোচিং স্টাফ একসাথে হলে বোর্ডকে একটা পরিকল্পনা দিতে পারবে। সেভাবে কাজ করতে পারলে আমার মনে হয় আমাদের ক্রিকেট গত চার বছরে যতদূর এগিয়েছে, এখান থেকেই আবার সামনের দিকে এগিয়ে যাবে।’


শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের পারফর্মেন্সে হতাশাজনক বলেও মন্তব্য করেন সাকিব। একটি ম্যাচে জিততে পারলেও কিছুটা আত্মবিশ্বাস মিলতো বলে মনে করেন তিনি। 
সাকিবের ভাষায়, ‘এই সিরিজটার কথা যদি বলি, হতাশাজনক। সিরিজ হারলেও একটা ম্যাচ যদি জিতে আসতে পারতাম আমাদের আত্মবিশ্বাসের জন্য কাজে আসত, সেটা হয়নি।’


বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। তবে টানা খেলার মধ্যে থাকায় শ্রীলঙ্কা সিরিজে ছুটি নেন তিনি। তাঁর অনুপস্থিতি প্রকটভাবে উপলব্ধি করেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটে সাকিবের বিকল্প খুঁজে পেতে লম্বা সময়ের জন্য পরিকল্পনা সাজাতে হবে বিসিবিকে, তা বলাই বাহুল্য। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball