promotional_ad

হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার জন্য চন্ডিকা হাথুরুসিংহেকে আল্টিমেটাম দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই তাঁকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন ফার্নান্দো। এই সময়ের মধ্যে হাথুরুসিংহে সরে না দাঁড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও হুমকি দেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।  


হাথুরুসিংহের তত্ত্বাবধানে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে শ্রীলঙ্কা। হতাশাজনক এই পারফর্মেন্সের পর নতুন কোচের সন্ধানে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এরই পরিপ্রেক্ষিতে হাথুরুসিংহেকে সরে দাঁড়াতে বলেন তিনি।  



promotional_ad

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী বলেন, 'যদি হাথুরুসিংহে সরে না দাঁড়ায় তাহলে আমরা হয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিংবা তাঁকে বোর্ডের আরেকটি চাকরিতে অফার করবো।'


২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পান চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অধীনে শ্রীলঙ্কার সেরা সাফল্য ছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ জয়। গত ফেব্রুয়ারিতে প্রথম এশিয়ান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা।  


প্রতি মাসে ৪০ হাজার ডলার বেতনভুক্ত হাথুরুসিংহের এই পারফর্মেন্স সন্তুষ্ট করতে পারেনি ফার্নান্দোকে। তিনি বলেন, যদি আমরা মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি, তাহলে কোচদের পেছনে এত অর্থ খরচ করার মানে হয় না।'



ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো আরো জানান হাথুরুসিংহের বেতন দিয়ে দুই জন বিদেশী কোচ নিয়োগ দেয়াও সম্ভব। তাঁর মতে প্রতি মাসে ১৭ হাজার ৫০০ থেকে ২৫ হাজার ডলার বেতনে চাকরি করতে ইচ্ছুক অনেক বিদেশী কোচ। 


ফার্নান্দোর ভাষায়, 'আমরা এখন যে পরিমাণ বেতন দিচ্ছি তাতে দুইজন বিদেশী কোচ পেতে পারি। আমাদের অবশ্যই দরকষাকষি করতে হবে এই ব্যাপারে। তারা যদি রাজি না থাকে, তাহলে চলে যেতে পারে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball