দলীয় নৈপুণ্যে সিরিজ জিতেছিঃ করুনারত্নে

ছবিঃ এসএলসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ভরাডুবি পারফর্মেন্সের পর বাংলাদেশকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে উড়িয়ে দেয়ার পর লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন এই সাফল্য এসেছে দলীয় প্রচেষ্টার হাত ধরেই।


অধিনায়ক হিসেবে একেবারেই নতুন করুনারত্নে। আকস্মিক ভাবেই বিশ্বকাপে তাঁকে অধিনায়ক করা হয় শ্রীলঙ্কার। বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পরও তার ওপরই আস্থা রাখে লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সেই আস্থারই প্রতিদান দিয়েছেন তিনি।


promotional_ad

করুনারত্নে বলেছেন, 'আমি এখনও শিখছি এবং ছেলেরা আমাকে সাহায্য করছে। আমরা দল হিসেবে খেলেছি এবং অসাধারণ ভাবে সিরিজ জিতেছি। নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো করতে আশাবাদী। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ঘরের মাঠে সিরিজে অবশ্যই ভালো করতে হবে।'


সিরিজের শুরু থেকেই ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; তিন বিভাগেই বাংলাদেশের চেয়ে ভালো পারফর্মেন্স করেছে শ্রীলঙ্কা। এই সিরিজে তরুণদের পারফর্মেন্স মুগ্ধ করেছে লঙ্কান অধিনায়ককে। লঙ্কান দলের তরুণ ক্রিকেটাররা এই পারফর্মেন্স ভবিষ্যতেও ধরে রাখবেন বলে আশাবাদী করুনারত্নে।


লঙ্কান অধিনায়ক বলেছেন, 'শুরু থেকেই আমরা দারুণ খেলেছি এবং তরুণরাও এগিয়ে এসে দারুণ পারফর্মেন্স করেছে। কিছু তরুণ আজ সুযোগ পেয়ে এবং তাঁরা আসলেই ভালো করেছে। আমি আশা করছি এই পারফর্মেন্স ভবিষ্যতেও তারা অব্যাহত রাখবে। আমরা পরিকল্পনা করেছিলাম মৌলিক জিনিসগুলো ভালো ভাবে করার এবং ব্যাটসম্যানরা সেই পরিকল্পনার সঠিক প্রয়োগ করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball