ভারতের নতুন কোচ নির্বাচন করবেন কপিল

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের নতুন কোচ নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সদস্য হিসেবে নেওয়া হয়েছে ৮৩' বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারকে।
কপিলের সঙ্গে কোয়া'য় অন্তর্ভুক্ত করা হয়েছে আনসুমান গেকোয়াদ এবং শান্থা রাঙ্গাস্বোয়ামীকে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের এমন দায়িত্ব দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন (কোয়া)।

কোয়া প্রধান বিনোদ রায় মিডিয়াকে বলেছেন, 'এই তিনজনকে সিএসি'তে নেওয়া হয়েছে। বৈধভাবেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিসিসিআইয়ের কোনো কার্যে তাদের সংযুক্তি আছে কী না তা খতিয়ে দেখতে হবে।'
৩০ জুলাই পর্যন্ত ভারতের হেড কোচ এবং সহকারি কোচের পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা। এরপর ১৩ বা ১৪ আগস্ট তাঁদের ইন্টার্ভিউ নেবেন কপিলের দল।
কোচ নির্বাচনে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে তাদের। এমনকি ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতামতও নেবেন না তাঁরা।
বিনোদ আরও বলেন, 'ইন্টার্ভিউর পর কোচ নির্বাচন করা হবে। আগস্টের ১৩ বা ১৪ তারিখে ইন্টার্ভিউ আয়োজন করা হবে। বিরাট কোহলি এই ব্যাপারে কোনো মতামত দিতে পারবেন না। নির্বাচকরাই সিদ্ধান্ত নেবে পরবর্তীতে কোচিং স্টাফে কারা থাকবে।'
এর আগে ভারতের কোচ রবি শাস্ত্রীর নিয়োগের সময় সিএসি'র তিন সদস্য ছিলেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষণ।