promotional_ad

সৌম্যর পর রুবেলের আঘাত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কাঃ


সংক্ষিপ্ত স্কোরঃ ২২০/৪ (৩৬ ওভার) (ম্যাথুস-৫*, থিরিমান্নে-৬*; শফিউল-১/৩১, সৌম্য- ১/ ১৭) 


রুবেলের আঘাতঃ


৩৪ তম ওভারে বোলিংয়ে এসে শ্রীলঙ্কা শিবিরে আঘাত হেনেছেন পেসার রুবেল হোসেন। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন তিনি। রুবেলের শর্ট বলটি কাট করতে চেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে না হওয়ায় ৪৩ রান করে আউট হতে হয় তাঁকে। 


কুশল পেরেরাকে ফেরালেন সৌম্যঃ


৩৩ ওভারের চতুর্থ বলে সেঞ্চুরিয়ান পেরেরাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন পার্ট টাইম বোলার সৌম্য সরকার। সৌম্যর করা বলটি সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন পেরেরা। ১১১ রানে ফিরতে হয়েছে তাঁকে।  



promotional_ad

পেরেরার সেঞ্চুরিঃ 


দলীয় ১০৭ রানে করুনারত্নে ফিরে গেলেও পেছনে ফেরে তাকাননি কুশল পেরেরা। ৩৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান বাংলাদেশের বোলারদের কোনো প্রকার সুযোগই দেননি। দুর্দান্ত ব্যাটিং করে ৮২ বলে সেঞ্চুরি তুলে নেন পেরেরা। এর আগের ওভারে অবশ্য কুশল মেন্ডিসকে জীবন দেন মাহমুদউল্লাহ রিয়াদ।  


জুটি ভাঙ্গলেন মিরাজঃ 


বাংলাদেশের বোলারদের উপর তান্ডব চালাচ্ছিলেন করনারত্নে এবং পেরেরা। কিন্তু এই দুজনের ৯৭ রানের জুটি ভাঙ্গেন মিরাজ। দিমুথ করুনারত্নকে ৩৬ রানে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন তিনি। 


শ্রীলঙ্কার পাল্টা আক্রমনঃ 


প্রথম উইকেট তুলে নিলেও পরবর্তীতে সেই চাপটা লঙ্কানদের উপর ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। উল্টো তাঁদের উপর পাল্টা আক্রমণ করেছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে এবং কুশল পেরেরা।


পঞ্চম থেকে দশম ওভার পর্যন্ত ৬ ওভারে দুই জন মিলে নিয়েছেন ৬৪ রান, এর মাঝে ৪ বার বোলার পরিবর্তন করতে বাধ্য হন তামিম। পাওয়ার প্লে শেষেও থামেননি তাঁরা। ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পেরেরা।



শফিউলের আঘাতঃ 


টসে হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারে স্ট্রাইক বোলার হিসেবে তিন বছর পর দলে ফেরা শফিউল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দেন এই পেসার। দ্বিতীয় ওভারে তামিম বল তুলে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে। 


তৃতীয় ওভারের প্রথম বলে বড় ভুল করে বসেন তামিম। মিডল আন্ড লেগ স্টাম্পের বাইরের একটি বল আভিস্কা ফার্নান্ডোর পায়ে গিয়ে আঘাত হানলে রিভিউ নিয়ে বসে বাংলাদেশ। কিন্তু আউট না হওয়ায় রিভিউ নষ্ট হয়। 


একই ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের অনেক বাইরে পড়া লুস বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে বসেন ওপেনার আভিস্কা।  ১৩ বলে খেলে ৭ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করেন শফিউল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball