promotional_ad

বৃথা গেল আকবর, শামিমদের লড়াই

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সোমবার (২২ জুলাই) ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছিল আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে তাদের। 


চেলটেনহামের কলেজ গ্রাউন্ডে আকবর তৌহিদদের ৩৫ রানে হারিয়েছে প্রিয়াম গারগের ভারত অনূর্ধ্ব দল। তবে ম্যাচ হারলেও যথেষ্ট লড়াই করেছেন অধিনায়ক আকবর এবং ব্যাটিং অলরাউন্ডার শামিম হোসেন। ভারত অনূর্ধ্ব ১৯ দলের ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে টাইগার যুবারা। 


সেখান থেকে ৯৮ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান আকবর ও শামিম। তবে ১৭৭ রানের মাথায় শামিম আউট হয়ে গেলে বেশীক্ষণ টিকতে পারেননি আকবরও। ১৮৬ রানের সময় ৭৫ বলে ৫৬ রান করে ফিরতে হয় তাঁকে।


শেষের দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৩৩ রানে ভর করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় বাংলা??েশের যুবারা।  আকবরের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন শামিম। হোসেন। এছাড়াও ওপেনার তানজিদ হাসান খেলেছেন ৪৪ রানের ইনিংস।



promotional_ad

ভারতের যুবাদের দারুণ বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯। যুব টাইগারদের শিবিরে মূল ধ্বস নামানোর কাজটি করেছেন ১৮ বছর বয়সী ডানহাতি পেসার কার্তিক তিয়াগি। ৯.১ ওভারে ১৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। ৩ উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার শুভাং হেগডি। এছাড়া রবি বিশ্বনি পেয়েছেন ২টি উইকেট।  


এদিন বাংলাদেশ সময় বিকেল চারটায় আরম্ভ হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত যুব দলের অধিনায়ক। এরপর খেলতে নেমে অধিনায়ক গারগের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব ১৯। ৪ ছয় এবং ৭ চারের সাহায্যে ৯৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন ভারত যুব দলের অধিনায়ক। 


এছাড়াও ওপেনার ইয়াসহাসভি জাইসওয়ালের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৬৩ রানের আরেকটি দায়িত্বশীল ইনিংস। একটি ছয় এবং ৬টি চার মেরেছেন তিনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল করেছেন ৩৪ রান। 


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১০ ওভারে ৪৫ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। আর একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন ও রাকিবুল হাসান। 


সংক্ষিপ্ত স্কোরঃ 



ভারত অনূর্ধ্ব ১৯ঃ ২৬৪/৫ (৫০ ওভার) (গারগ-১০০*, জাইসওয়াল- ৬৩; মৃত্যুঞ্জয়-২/৪৫, শামিম-১/৪৪) 


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ঃ ২২৯/১০ (৪৭.১ ওভার) (আকবর- ৫৬, তানজিদ-৪৪; তিয়াগি-৪/১৬, হেগডি-৩/৫৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball