promotional_ad

বিশ্ব চ্যাম্পিয়নদের এ কী হাল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাত্র ১০ দিন আগেই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। বিশ্ব আসরে সেরা হওয়ার রেশ কাটতে না কাটতেই টেস্টের নবীণ দল আয়ারল্যান্ডের বিপক্ষে লজ্জায় ডুবলো জো রুটের দল।


সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইংলিশদের এ কী হাল! নিজেদের ক্রিকেট ইতিহাসের তৃতীয় টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেশন শেষ হওয়ার আগেই গুঁটিয়ে গিয়েছে দলটি। ২৩.৪ ওভার ব্যাটিং করে তাঁরা অল আউট মাত্র ৮৫ রানে! 


দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন জো ডেনলি (২৩)। ইংল্যান্ডকে আকাশ থেকে মাটিয়ে নামিয়ে আনার কাজটা আইরিশদের পক্ষে করেন পেসার টিম মুরতাগ। একাই ৫ উইকেট তুলে নেন এই পেসার। 



promotional_ad

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ড স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই হারায় অভিষেক টেস্ট খেলতে নামা ওপেনার জেসন রয়কে। ৫ রান করে টিম মুরতাগের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


খানিক পর আরেক ওপেনার ররি বার্ন্সকেও বিদায় করেন এই পেসার। দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মাঝে। দলীয় ৩৬ থেকে ৪৩ রানের মধ্যে ৬ ব্যাটসম্যানের উইকেট হারায় জো রুটের দল।


ইংলিশদের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই বিদায় করেন মুরতাগ। অপরপ্রান্ত থেকে বোলিং এসে আরেক পেসার মার্ক এদায়েরও চেপে ধরেন ইংল্যান্ডের ব্যাটসম্যানের। তাঁর ৩ উইকেট নেয়ার দিনে শেষ পর্যন্ত মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা। 


সংক্ষিপ্ত স্কোরঃ



ইংল্যান্ডঃ ৮৫ অল আউট (২৩.৪ ওভার)


(জো ডেনলি ২৩) (টিম মুরতাগ ৫/১৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball