আর কতদিন খেলবে ধোনি, প্রশ্ন আজহারউদ্দিনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত কয়েক দিন থেকেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। দ্রুতই অবসর নিতে যাচ্ছেন ধোনি বলে খবরও চাউর হয়েছে ইতোমধ্যে। তবে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের মতে বিদায় জানানোর সিদ্ধান্ত একান্তই ধোনির নিজস্ব। আর কতদিন খেলবেন ধোনি এই প্রশ্ন নির্বাচকদের করতে চান তিনি।
আজহারউদ্দিনের মতে নির্বাচকদের উচিত ধোনির সঙ্গে খোলাখুলি কথা বলা। তিনি বলেছেন, 'একজন ক্রিকেটার খেলতে চায়। কিন্তু এ ক্ষেত্রে নির্বাচকদের কথা বলতে হবে। কত দিন সে খেলবে, কী ভাবে খেলবে, কী হতে পারে এই সব বিষয় নিয়ে কথা বলা যেতেই পারে।'
ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা ধোনিকে নিয়ে জল্পনা কল্পনা কিংবা সমালোচনা করার পক্ষেও নন ৯৯ টেস্টে ৬ হাজার ২১৫ রানের মালিক। ধোনির তরফ থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত জল ঘোলা করতে চাইছেন না আজহারউদ্দিন।

তাঁর ভাষ্যমতে, 'এই ক্রিকেটারটি যদি বড় খেলোয়াড় হয়, তা হলে তার আস্থা অর্জন করে সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এতে কোনও না কোনও সিদ্ধান্ত বেরিয়ে আসবেই। না হলে জল্পনা আরও বাড়বে। সংবাদমাধ্যমে কেউ লিখবেন অবসর নেওয়া উচিত। কেউ বলবেন অবসরের সময় এখনও হয়নি। কারণ, এখনও পর্যন্ত ধোনির তরফ থেকে এ ব্যাপারে কোনও বিবৃতি আসেনি।'
শারীরিক এবং মানসিক দিক থেকে চাঙ্গা থাকলে ৩৮ বছর বয়সী ধোনির না খেলার কোনো কারণ দেখছেন না আজহারউদ্দিন। তাঁর বক্তব্য, 'যদি শারীরিক ও মানসিক ভাবে ধোনি ফিট থাকে ও ভাল খেলতে পারে, তা হলে এখনও ও খেলতেই পারে। যদি এখনও ধোনির দেশের হয়ে খেলার জন্য ১০০ শতাংশ ইচ্ছা থাকে, ও ক্লান্ত বোধ না করে, তা হলে ও বেশ ভাল ক্রিকেটার। এখনও খেলা
চালিয়ে যেতে পারে।'
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি। এরপরই তাঁর অবসরের ব্যাপারে জোর গুঞ্জন শুরু হয়। তবে জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে আগামী দু’মাস অনুশীলন করবেন তিনি। সেকারণেই সিরিজটিতে থাকছেন না তিনি।