আইসিসি থেকে ৫৪ কোটি টাকা পেল পাকিস্তান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে ১১ কোটি ১৫ লাখ ডলার পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯৭ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে ৬৫ লাখ ডলার প্রাথমিকভাবে জমা হয়েছে পিসিবির তহবিলে। বাংলাদেশি ট???কায় এর মূল্য ৫৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৭৫০।
আইসিসির সদস্য দেশ হিসেবে বাৎসরিক লভাংশ বাবদ এই অর্থ পাচ্ছে পাকিস্তান। গত জানুয়ারিতেই অবশ্য এই অর্থ পাওয়ার কথা ছিল পিসিবির।
যদিও বেশ কিছু আনুষ্ঠানিকতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।
কয়েকদিন আগে এই বিষয়ে আইসিসির কাছে একটি রিপোর্ট পেশ করেছিল পিসিবি। এর পরিপ্রেক্ষিতে আইসিসির কাছ থেকে প্রথম ধাপের লভ্যাংশ পেতে যাচ্ছে পাকিস্তান।