ইংল্যান্ড জয়ের মিশনে মাঠে নামছেন আকবর-তৌহিদরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সোমবার (২২ জুলাই) ওরচেস্টারের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ইয়ং লায়ন্স একাদশের বিপক্ষে জয় দিয়ে ইংল্যান্ড সফর শুরু করে আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। গত ১৮ জুলাই লায়ন্সদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় আকবর, তৌহিদরা। এবার সেই জয়ের ধারাবাহিকতা মূল ম্যাচেও বজায় রাখতে চায় যুবারা।
এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আছে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। আকবরদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বলে বিশ্বাস করেন ইংল্যান্ড যুব দলের প্রধান কোচ জন লুইস। বাংলাদেশ যুব দলের শক্তিমত্তা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি।

লুইস বলেন, ‘এই গ্রীষ্মে বাংলাদেশের এবং ভারতের বিপক্ষে বড় ধরনের পরীক্ষা দিতে হবে আমাদের। যারা বয়সভিত্তিক পর্যায়ে অনেক শক্তিশালী। আমরা বছরের শুরুতে বাংলাদেশ সফর থেকে অসাধারণ অভিজ্ঞতা পেয়েছি। যেখানে আমাদের ক্রিকেটাররা অপরিচিত কন্ডিশনে পরীক্ষা দিয়েছে। আমরা যদি ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারি তাহলে খুবই দারুণ হবে।’
ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারতের যুব দল। আগামী ২৪ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রিয়াম গারগের নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ
জর্জ বাল্ডারসন (অধিনায়ক), ক্যাসি আলদ্রিজ, বেন চার্লস ওর্থ, টম ক্লার্ক, জর্ডান কক্স, ব্ল্যাক কুলেন, জই এভিসন, লুইস গোল্ডওর্থী, জাক হেইনেস, জর্জ হিল, নিক কিম্বার, ডমিনিক লিচ, জ্যাক মর্লি, ড্যানিয়েল মাউসলি, হামিদুল্লাহ কাদরি ও জেমস টেইলর।