রাইডুর থ্রি-ডি টুইটে মজা পেয়েছেন নির্বাচকরা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) ব্যঙ্গ করে একটি টুইট করেছিলেন অম্বতি রাইডু। এবার সেই টুইটারের জবাব দিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।
মূলত নির্বাচকদের ব্যঙ্গ করেই টুইট করেছিলেন রাইডু। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে অলরাউন্ডার বিজয় শঙ্করের কাছে জায়গা হারান তিনি।

রাইডুকে নেওয়ার ব্যাপারে নির্বাচকরা জানিয়েছিল, তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং) ভালো করার কারণে শঙ্করকে বেঁছে নিয়েছে তারা। শঙ্করকে থ্রি ডাইমেনশনাল বা ক্রিমাত্রিক প্রতিভা হিসেবে উল্লেখ করেছিল বিসিসিআইয়ের নির্বাচকরা।
স্কোয়াডে জায়গা হারিয়ে রসিকতা করে টুইটারে রাইডু লিখেছিলেন, 'মাত্রই বিশ্বকাপ দেখার জন্য থ্রি-ডি গ্লাসের অর্ডার করলাম।'
একটু দেরিতে হলেও সেই টুইটারের জবাবে প্রসাদ বলেছেন, 'সত্যি বলতে টুইটটি দারুণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা ছিল সময় উপযোগী একটি টুইট। আমি জানি না সে কতোটা কষ্ট পেয়েছিল, তবে আমি তার টুইটটি উপভোগ করেছি।'
বিশ্বকাপে ব্যর্থ ছিলেন শঙ্কর। আসরের মাঝপথে ইনজুরিতে ছিটকে যেতে হয় তাঁকে। তিনি ছাড়াও ভারতের ওপেনার শিখর ধাওয়ান ইনজুরিতে বিদায় নেন আসরের মাঝপথেই।
এই দুজনের জায়গায় পৃথক পৃথক সময়ে দলের সঙ্গে যোগ দেন ঋষভ পান্ত এবং মায়াঙ্ক আগারওয়াল। স্কোয়াডে যোগ দিতে না পারার দুঃখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন রাইডু।