এমন পারফর্মেন্সে গর্ব করতেই পারে নিউজিল্যান্ডঃ ম্যাককালাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ফাইনালে কঠিন লড়াই করে বাউন্ডারির সংখ্যার বিচারে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে নিউজিল্যান্ড। মহা নাকটীয় ফাইনালে হারের পর স্বাভাবিকভাবেই রাজ্যের হতাশা চেপে বসে উইলিয়ামসন-বোল্টদের কাঁধে। তবে সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন নিউজিল্যান্ড তাদের পারফর্মেন্স নিয়ে গর্ব করতে পারে।
সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে হারের পর দলের অনেক সদস্যই ভেঙে পড়েছিল। এই কঠিন সময়ে কেন উইলিয়ামসনদের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

‘এটিই ব্যাপার এবং এটা ছেলেদের জন্য কঠিন ছিল। আমি যথেষ্ঠ ভাগ্যবান যে তাদের সঙ্গে বিয়ার খেতে পেরেছি এবং চেঞ্জিং রুমে আড্ডা দিতে পেরেছি। তারা অনেকটাই ভেঙে পড়েছে। যেভাবে খেলেছে এবং যতটা ভালো খেলেছে তা নিয়ে গর্ব করতে পারে তারা।’
নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতলে আনন্দিত হতেন ম্যাককালাম। তবে তাঁর ধারণা একটি ম্যাচ নিউজিল্যান্ড দলের পারফর্মেন্স বর্ননা করতে পারে না। বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেয়ায় আনন্দিত সাবেক এই ক্রিকেটার।
‘তারা বিশ্ব চ্যাম্পিয়ন হলে ভালো হতো কিন্তু আমি সবসময় বলি একটি ম্যাচ আপনাকে বর্ননা করতে পারে না। আপনার ব্যক্তিত্ব এবং আচরণটাই আসল। আমি আনন্দিত আমাদের দল যেভাবে হারের ধাক্কা কাটিয়ে উঠছে এবং সফল হয়েছে এই টুর্নামেন্টে। এটা কিছুটা ভিন্ন ছিল কিন্তু আমি মনে করি লর্ডসের (বিশ্বকাপ ফাইনাল) ম্যাচের পর নিজেদের খুব ভালোভাবে পরিচালনা করেছে।’