এভাবে বিশ্বকাপ জেতা ন্যায্য নয়ঃ মরগান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালটি সর্বোচ্চ সংখ্যক বাউন্ডারির বিবেচনায় জিতেছে ইংল্যান্ড। এভাবে শিরোপা জেতায় খুশি নন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গেও বেশ কয়েকবার কথা বলেছেন এই আইরিশ। মরগানের মতো উইলিয়ামসনও আছেন বিভ্রান্তিতে। কোনও ব্যাখ্যা দাঁড় করাতে পারছেন না দুজন!

মরগান বলেন, 'আমার মনে হয় না এভাবে বিশ্বকাপ জেতা ন্যায্য কিছু। দুই দলের পার্থক্য খুবই সামান্য ছিল। আমার মনে হয় না ম্যাচে এমন কোনও মুহূর্ত ছিল যখন আপনি বলতে পারতেন, এখানেই ম্যাচের মোড় ঘুরেছে!
আমি শেষ দুইদিন কেনের সঙ্গে অনেকবার কথা বলেছি। আমরা কোনও সঠিক ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। কেননা ম্যাচটি অনেকবার আমাদের কাছ থেকে তাদের কাছে গিয়েছে, আবার তাদের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমার মতো উইলিয়ামসনও কিছু বুঝতে পারছে না!'
বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড- দুই দলই করেছিল ২৪১ রান করে। এরপর সুপার ওভার হলে সেখানেও টাই হয়েছে ম্যাচটি। তারপর সর্বোচ্চ সংখ্যক বাউন্ডারি বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।
ম্যাচের ফলাফল ইংল্যান্ডের বিপক্ষেও যেতে পারতো উল্লেখ করে মরগান আরও বলেন, 'আমি সেখানে ছিলাম। আমি জানি কি হয়েছে। আমি আমার আঙ্গুল এমন কোনও জায়গায় তাক করতে পারি না যেখানে জয়-পরাজয় নির্ধারণ হয়েছে।
বিশ্বকাপ জিতলেও বিষয়টি কতখানি সহজ হয়েছে সেই ব্যাপারে আমি নিশ্চিত না। আপনি বলতে পারবেন না যে আমরাই শুধু শিরোপার দাবীদার ছিলাম। ম্যাচটি আমরা হারতেও পারতাম। সেটা আমাদের জন্য কঠিন হতো।'