সলোমন মিরের হৃদয় ভাঙা অবসর

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন ঘটনার পর অবসর নিয়েছেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান সলোমন মিরে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান লিখেছেন, 'সম্প্রতি যা হয়েছে তার কারণে আমি জিম্বাবুয়ে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাটকেই বিদায় বলছি।

ক্রিকেটের জন্য এটি ছিল আবেগের একটি সপ্তাহ। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এই সপ্তাহ ভালো যায়নি। আমি সতীর্থদের আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। আমার দলের স্টাফদেরও জানিয়ে দিয়েছি।'
২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মিরের। জিম্বাবুয়ের পোশাকে ৪৭টি ওয়ানডে, নয়টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলেছেন তিনি।
এই তিন ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ৯৫৫, ২৫৩ এবং ৭৮ করে। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৪টি।
দল নির্বাচনে সরকারী হস্তক্ষেপ থাকায় গত বৃহস্পতিবার আইসিসি সভায় স্থগিত করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ। এরপরে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটারদের।