ক্যান্সারও বাধা নয় ধারাভাষ্যকার চ্যাপেলের

ছবি: ছবিঃ স্কাই স্পোর্টস

|| ডেস্ক রিপোর্ট ||
স্কিন ক্যান্সারে ভুগছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। সুস্থ হতে নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন তিনি।
ক্যান্সার নিয়েই আগামী এক আগস্ট থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজে ধারাভাষ্য দেবেন চ্যাপেল। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার নিজেই।

‘অ্যাশেজ আসছে, আমি নাইনকে (ব্রডকাস্টার) বলেছি, দেখুন আমি তৈরি, আমাকে যদি প্রয়োজন হয় আমি যাব। আমি ইচ্ছে করেই শুরুতে কাউকে কিছু বলিনি। কারণ আমি নিশ্চিত ছিলাম না রেডিওথেরাপিতে কি হয় এবং এটা আমাকে কতোটা ক্লান্ত করে ফেলবে।'
২০১৫ সালে একই রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান চ্যাপেলের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনো। ২০১২ সালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চ্যাপেলের আরেক ঘনিষ্ঠ সহচর টনি গ্রেগ।
এ দুজনের মৃত্যুর পর ক্যান্সারকে স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছেন চ্যাপেল। শুরুতে পরিবারের মানুষজন এবং কাছের কয়েজনকে নিজের রোগের কথা জানান অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট ম্যাচ খেলা এই কিংবদন্তি। তাঁরা নিয়মিত খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন চ্যাপেল।
'থেরাপি শুরুর পর দেখলাম এটা খুব একটা খারাপ নয়। রাতে খানিক ক্লান্তি এবং ত্বকে জ্বালাপোড়া ছাড়া বাকি কোনো সমস্যাই হয় না। আমি শুরুতে আমার পরিবার ও কিছু বন্ধুকে জানিয়েছি। সবাই নিয়মিত খোঁজ রাখছে। যা খুবই দারুণ ব্যাপার। যখন রিচি এবং টনি চলে গেল...তখন যেনো আবারও মনে করিয়ে দেয়া হলো যে এটি সবার সঙ্গে হতে পারে।'