বাংলাদেশ সিরিজ নিয়ে অন্ধকারে সিকান্দার রাজা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ফলে আইসিসির কোনো টুর্নামেন্টে দলটি অংশগ্রহণ করতে পারবে না। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিয়েও অনিশ্চিতায় পড়েছে দলটি।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা মনে করেন টি-টোয়েন্টি কোয়ালিফায়ার মিস করলে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও মিস করবেন তাঁরা। আইসিসি অন্তর্বর্তিকালীন কোনো কমিটি দেবে নাকি পুরনো কমিটিকে ফেরাবে এটা নিয়েও ধোঁয়াশায় রয়েছেন রোডেশিয়ান এই অলরাউন্ডার।

'আমরা যদি বিশ্ব টি-টোয়েন্টি কোয়ালিফায়ার মিস করি, বাংলাদেশের বিপক্ষেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মিস করবো (সেপ্টেম্বরে)। কি হবে যদি সব ঠিক না হয়? আইসিসি কী অন্তর্বর্তিকালীন কোনো কমিটি দেবে নাকি পুরনো কমিটিকেই ফেরানো হবে? কি হতে চলেছে?'
জিম্বাবুয়ের হয়ে ১২ টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলা রাজা মনে করেন, আইসিসি তাঁদের কাছ থেকে জীবিকার উৎস সরিয়ে নিয়েছে। তাঁর ধারণা ছিল ক্রিকেটের আদর্শ দিন দিন বাড়ছে। তবে এখন তিনি অনুভব করছেন দিন দিন খেলাটি সংকুচিত হয়ে আসছে।
'আমি বেশি কিছু বলতে চাই না। এখানে কিছু বলারই নেই আসলে। আমাদের জীবিকার উৎস সরিয়ে নেয়া হয়েছে আমাদের কাছ থেকে। এখন আমি যেটাই বলবো কোনো কিছুরই কোনো মানে নেই। বোবার কানে দেয়ার মতো বিষয়টি দাঁড়াবে। আমি মনে করেছিলাম খেলাটির আদর্শ দিন দিন বাড়ছে, তবে এখন এটি সংকুচিত হয়ে আসছে।'
আইসিসি হঠাৎ করেই জিম্বাবুয়ের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় দলটির ক্রিকেটারদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা বলে দিয়েছে, সদস্যপদ স্থগিত থাকাকালীন আইসিসির কোনো টুর্নামেন্টে জিম্বাবুয়ে অংশ নিতে পারবে না। আগামী অক্টোবরের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে তাঁরা।