সব পুড়িয়ে কি চাকরির আবেদন করবো, প্রশ্ন সিকান্দারের

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ডের সদস্য পদ স্থগিত হওয়ায় মর্মাহত জিম্বাবুয়ে ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে হৃদয় বিদারক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দলের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।
দল নির্বাচনে সরকারী হস্তক্ষেপ থাকায় গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় স্থগিত করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ। এরপরেই হতাশা প্রকাশ করেছেন সিকান্দার।
ক্রিকইনফোকে তিনি বলেন, 'এই মুহূর্তে আমাদের সবার হৃদয় ভেঙে গেছে। আমরা এখনও আতঙ্কিত হয়ে আছি। ভাবছি আমাদের দেশের ক্রিকেটারদের ক্যারিয়ার কিভাবে হঠাৎ করে শেষ হয়ে গেল। আমি এটা মেনে নিতে পারছি না। আমার সতীর্থরাও পারছে। আমরা এখন কি করব?

আমি জানি না আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমাদের কই যাওয়া উচিত। আমরা কি ক্লাবে খেলব? নাকি ক্রিকেট আমাদের জন্য নয়? আমরা কি ক্রিকেটের সব পুড়িয়ে ফেলব এবং চাকরির সন্ধান করব? আমাদের কি করা উচিত আমি জানি না।'
জিম্বাবুয়েতে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সিকান্দার। 'আমি জানি না সামনের পথ কি! আমাদের বলা হয়েছে আমরা নিষিদ্ধ, কিন্তু এর সময়সীমা আমাদের বলা হয়নি।
অন্তত দুই বছরের নিষেধাজ্ঞাও যদি হয় তাহলেও আমাদের অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি জানি না কেন এসব হয়েছে, শুধু জানি জিম্বাবুয়েতে ক্রিকেট বন্ধ হয়ে গেল।' যোগ করেছেন তিনি।
সামনের তিন মাসের মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই সমস্যা থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদী আইসিসি। আগামী অক্টোবরে আইসিসির সভায় দেশটির বোর্ডের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।
আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর বলেন, 'আমরা তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে আমাদের অবশ্যই খেলাকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসি সংবিধানের একটি গুরুতর লঙ্ঘন এবং আমরা এটা হতে দিব না।'