promotional_ad

ভারতের কোচ হতে চান জয়াবর্ধনে!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে আবেদন করবেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়েবর্ধনে। শুধু লঙ্কান এই কিংবদন্তিই নন, কোহলিদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের সাবেক ব্যাটমস্যান বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ান কোচ টম মুডি এবং ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।


ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, এই চারজনই ভারতের কোচ হতে ইচ্ছুক। তাঁদের প্রত্যেকেই বিসিসিআই বরাবর আবেদন পত্র জমা দেবেন বলে জানিয়েছে এই সংবাদমাধ্যমটি।



promotional_ad

‘গ্যারি কারস্টেন, মাহেলা জয়াবর্ধনে, টম মুডি এবং বীরেন্দর শেবাগ ভারতের প্রধান কোচ হতে আবেদন করবেন।’


২০১১ বিশ্বকাপে কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপের শিরোপা জেতান গ্যারি কারস্টেন। টম মুডি বিপিএলের দল রংপুর রাইডার্স এবং আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


মাহেলা জয়াবর্ধনে বিপিএলে খুলনা টাইটান্সের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। এ ছাড়া কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটি আইপিএল শিরোপা এনে দিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালেও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন শেবাহ এবং কারস্টেন।



আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। আসন্ন এই সিরিজ শেষে শাস্ত্রীর চাকরির মেয়াদ বাড়ানো হবে কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েছে।


ইতোমধ্যে ভারতের প্রধান কোচসহ সাপোর্টিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। কোচ হতে হলে রবি শাস্ত্রীকেও আবেদন করতে হবে। আবেদন পত্র জমা দেয়ার শেষ সময় ৩০ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball