promotional_ad

চান্দিমালের বাদ পড়ার কারণ খতিয়ে দেখার দাবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ চান্দিমালের না থাকার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে দেশটির ক্রিকেট সমর্থকরা। বিশ্বকাপে বেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে শ্রীলঙ্কা। 


দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলটি ৯ ম্যাচে মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছে। মাত্র ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া লঙ্কানদের পারফরম্যান্স নিয়ে তাই সমালোচনার ঝড় বইছে দেশটির ক্রিকেট অঙ্গনে। 



promotional_ad

১৪৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন চান্দিমাল স্কোয়াডে থাকলে হয়তো আরো ভালো করতে পারতো শ্রীলঙ্কা বলে মনে করছে সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তারা চান্দিমালকে না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা দাবি জানিয়েছেন সুষ্ঠু অনুসন্ধানের।    


চান্দিমালকে না নেয়ায় সবথেকে বেশি সমালোচিত হয়েছেন প্রধান নির্বাচক অশান্তা ডি মেল। অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে বাদ দেয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান টিম কম্বিনেশনের কারণেই জায়গা মেলেনি চান্দিমালের।


অথচ এই চান্দিমালই ছিলেন শ্রীলঙ্কা দলের অপরিহার্য একজন ক্রিকেটার। ১৪৬ ওয়ানডেতে ৩২.৪২ গড়ে ৩ হা???ার ৫৯৯ রান সংগ্রহ করেছেন চান্দিমাল। তাঁর রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি। 



২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফর্ম করেছেন। ১০৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭ হাজার ৭৪১ রান সংগ্রহ করছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ২২টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফসেঞ্চুরি।  


এবারের বিশ্বকাপে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেননি শ্রীলঙ্কা ব্যাটসম্যানেরা। সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান কুশল পেরেরার ব্যাট থেকে এসেছে মাত্র ২৭৩ রান। এছাড়া একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন আভিস্কা ফার্নান্ডো এবং অ্যাঞ্জেলো ম্যাথুস।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball