promotional_ad

ফাইনালের আগে দুই দলের পাঁচটি চমকপ্রদ পরিসংখ্যান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে রবিবার (১৪ জুলাই) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচের আগে বিশ্বকাপের ফাইনাল, ভেন্যুসহ দুই দলের পাঁচটি চমকপ্রদ পরিসংখ্যান দেখে নিন।


ফাইনালের রেকর্ডঃ 


এর আগে মাত্র একবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। অপরদিকে ইংল্যান্ড খেলেছে তিনবার। তবে দুই দলের কেউই শিরোপা জিততে পারেনি। ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয় ইংল্যান্ড। আর ২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে কিউইরা।


লর্ডসে খেলাঃ 



promotional_ad

লর্ডসে নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি ইংল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালে এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তবে চলতি বিশ্বকাপেই লর্ডসের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে নিউজিল্যান্ড। 


লর্ডসে মরগানঃ


লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি সাবেক ওপেনার মার্কাস ট্রেসকথিকের। এই মাঠে ৫৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। ট্রেসকথিককে টপকাতে ৯১ রান প্রয়োজন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের। ৫টি হাফ সেঞ্চুরিতে লর্ডসে ৫০৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 


লর্ডসে বিশ্বকাপঃ


লর্ডসে খেলে কোনো ম্যাচেই ২৬৬ রানের বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ড। অপরদিকে ইংল্যান্ড চারবার ৩০০’র বেশি রান করেছে এই মাঠে। বিশ্বকাপের ম্যাচে লর্ডসে শুরুতে ব্যাটিং করা দলগুলোর গড় রান ২৮৮। 



উইলিয়ামসন বনাম রয়ঃ  


ইংল্যান্ডের বিপক্ষে অন্যতম সফল ব্যাটসম্যান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পুরো ওয়ানডে ক্যারিয়ারে তাঁর ব্যাটিং গড় ৪৮.০৪ হলেও ইংল্যান্ডের বিপক্ষে তাঁর গড় ৫৬.০০।  নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ওপেনার জেসন রয়ের ব্যাটিং গড় খুব বাজে। কিউইদের বিপক্ষে মাত্র ১৮.০০ গড়ে রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball