promotional_ad

মাঠে বন্ধুত্বপূর্ণ কিছু চান না কিউই কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জফরা আর্চার, মার্ক উডদের আগুনে বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করা মোটেও সহজ হবে না বলে মনে করেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন তিনি। 


১৪০ কিলোমিটার কিংবা তার বেশি গতিতে বোলিং করে অভ্যস্ত আর্চার, উডরা। ফাইনালে তাঁদের সামলানো কঠিন হতে পারে কিউই ব্যাটসম্যানদের জন্য। তবে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন নিউজিল্যান্ড কোচ।



promotional_ad

প্রতিপক্ষের পেসারদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার পক্ষপাতী নন স্টিড। ক্রিকেট তীর্থ লর্ডসে ফাইনাল খেলতে নামার আগে কিউই কোচ বলেছেন, ‘আমি মাঠে বন্ধুসুলভ কিছু আশা করছি না। আপনি যখনই মাঠে নামবেন এবং ১৪০ কিলোমিটার গতিসম্পন্ন কোনো বোলারের মুখোমুখি হবেন তখন বিষয়টি মোটেও বন্ধুসুলভ কিছু নয়।’


দীর্ঘ ২৪ বছর পর নতুন কোনো দলের হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি। ফাইনালের ম্যাচটি নিয়ে তাই বেশ রোমাঞ্চিত নিউজিল্যান্ডের কোচ। তাঁর বিশ্বাস হাইভোল্টেজ এই ম্যাচে দুই দল তাদের সেরাটা দিয়েই খেলবে। 


দারুণ একটি ফাইনাল দেখার অপেক্ষাতে আছেন তিনি। স্টিড বলেছেন, ‘আমি আশা করছি দুই দলই কঠিন লড়াই করবে। আমার মতে দুই দলই সঠিক পথে এগোবে। রোমাঞ্চকর বিষয় হলো দুই দলের কেউই বিশ্বকাপ জেতেনি। উভয় দলেরই ফাইনালে যাওয়ার অভিজ্ঞতা আছে, তবে আপনি ভিন্ন এক চ্যাম্পিয়ন পাচ্ছেন এবার।’



ফাইনালে ১৪ জুলাই (রবিবার) ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball