promotional_ad

বিতর্কিত ধর্মসেনাই ফাইনালের আম্পায়ার!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জেসন রয়কে ভুল আউট দিয়ে সমালোচনার শিকার হন লঙ্কান এই আম্পায়ার। কিন্তু এরপরও তাঁকেই ফাইনালের দায়িত্ব দিয়েছে আইসিসি।  


সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সেঞ্চুরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। কিন্তু ব্যক্তিগত ৮৫ রানে প্যাট কামিন্সের করা বলে উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। 



promotional_ad

অথচ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় রয়ের ব্যাট বলে স্পর্শই করেনি। কিন্তু অস্ট্রেলিয়ার জোরালো আবেদনের প্রেক্ষিতে বিভ্রান্ত হয়েই তাঁকে আউট দেন ধর্মসেনা। হাতে কোনো রিভিউ না থাকায় আউট না হয়েও মাঠ ছাড়তে হয় রয়কে। আম্পায়ারের এই ভুল সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট ছিলেন ইংল্যান্ড ওপেনার। 


ক্ষোভ ধরে রাখতে না পেরে একটি কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন তিনি। সেটি স্টাম্প মাইকে শোনা যাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী ৩০ শতাংশ জরিমানা গোনার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন রয়।  আগামী দুই বছরের মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডেতে নিষিদ্ধ হতে পারেন ইংল্যান্ড ওপেনার। 


বিতর্কিত সিদ্ধান্তের কারণে এর আগেও সমালোচিত হয়েছিলেন ধর্মসেনা। ২০১৬ সালে ইংল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার চিটাগাং টেস্টে ৮টি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। যার মধ্যে মঈন আলিকে ছয় বলের মধ্যে তিনবার আউট দেন এই লঙ্কান। অথচ এই ধর্মসেনাই ২০১২ এবং ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরষ্কার লাভ করেছিলেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball