promotional_ad

ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন শাস্ত্রী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর একজন আদর্শ মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব বোধ করছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। কিউইদের বিপক্ষে মাত্র ৫ রানের মাথায় রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি আউট হওয়ার পর বেশ বিপদে পড়েছিল ভারত।


সেই পরিস্থিতিতে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যানও হাল ধরতে পারেনি দলের। চার নম্বরে নেমে রিশাভ পান্ত ৩২ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার ফল হাতেনাতেই পেয়েছে ভারত।



promotional_ad

সাত এবং আট নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা ১১৬ রানের জুটি না গড়লে আরো আগেই অলআউট হয়ে যেতো ভারত। দক্ষ মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব তাই পোড়াচ্ছে শাস্ত্রীকে।


তিনি বলেছেন, 'আমাদের মিডল অর্ডারে একজন আদর্শ ব্যাটসম্যানের প্রয়োজন। এটি এমন একটি পজিশন যেখানে সবসময় সমস্যা সৃষ্টি হয়েছে, তবে আমরা সেটি সমাধান করতে পারিনি। রাহুল আছে, কিন্তু শিখর ধাওয়ান ইনজুরিতে পড়েছে। এরপর বিজয় শঙ্কর আছে, সেও ইনজুরিতে পড়েছে। আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারছি না আসলে।'


এবারের বিশ্বকাপের শুরু থেকেই ধারাবাহিক নয় ভারতের মিডল অর্ডার। হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কেদার যাদবরা কোনো কোনো ম্যাচে রান পেলেও খুব বেশি ধারাবাহিকতা দেখা যায়নি তাদের খেলায়।



এমনকি উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিও নেই আগের ফর্মে। স্ট্রাইক রোটেট করতেও বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। তাই মিডল অর্ডার একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে কোচ শাস্ত্রীর কাছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball