এখনও কিছুই জিতে যাইনিঃ বেলিস

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছর পর বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে ইংল্যান্ড। শিরোপা হাতে নেওয়ার আগে কোনোদিকে নজর দিতে রাজি নন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস।
দলের ক্রিকেটারদের এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মুলত লর্ডসে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচ থেকে ক্রিকেটারদের মনোযোগ যেন না সরে, সেটা নিয়েই কাজ করছেন বেলিস।

ইংল্যান্ডের একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বেলিস বলেন, ‘ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে আমাদের কথা হয়েছে। আমরা এখনও কিছুই জিতে যাইনি। চারপাশে অনেক কোলাহল থাকবে। সবাই আমাদের ফেবারিট মানবে। এসব আমাদের এখনই শোনার দরকার নেই।
আমরা শেষ চার বছর যে নিয়মের মধ্যে ছিলাম, এখনও সেটাতেই থাকতে চাই। এভাবেই আমরা মনোযোগ রাখতে চাই। কেননা আমরা যদি এভাবে খেলতে থাকি তাহলে আমাদের হারানোর জন্য প্রতিপক্ষকে আরও ভালো খেলতে হবে।’
গ্রুপ পর্বে তিন নম্বর দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইয়ন মরগানের দল। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।