২২৩ রানে ম্যাচ বাঁচাতে পারবে অস্ট্রেলিয়া?

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২২৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ধৈর্যশীল ইনিংসে এমন রান সংগ্রহ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বার্মিংহামে টস জিতে ব্যাটিং করতে নেমে এদিন শুন্য হাতে ফিরেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জফরা আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। তাঁর পিছু নেন আসরে অসাধারণ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারও (৯)।

অজি এই বাঁহাতি ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান ক্রিস ওকস। দলীয় ১৪ রানের মধ্যে অজিদের আবারও বিপদে ফেলেন ওকস। উসমান খাওয়াজার বদলে একাদশে জায়গা করে নেওয়া পিটার হ্যান্ডসকম্বও (৪) এদিন নিজেকে প্রমাণ করতে পারেননি।
এরপর স্মিথের সঙ্গে যোগ দেন অ্যালেক্স ক্যারি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ১০৩ রান। তারপর আদিল রশিদের একই ওভারে ফিরে যান ৪৬ রান করা ক্যারি এবং মার্কাস স্টইনিস (০)।
স্মিথ দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন। জফরা আর্চারের বলে গ্লেন ম্যাক্সওয়েল (২২) ফিরে গেলে আবারও বিপদে পড়ে অজিরা। স্মিথও ফিরে যান ৮৫ রান করে।
জস বাটলারের দুর্দান্ত থ্রোতে রানআউট হয়ে ফিরতে হয় তাঁকে। তিনি ফেরার পরের বলেই ফিরে যান ২৯ রান করা মিচেল স্টার্ক। স্মিথ-স্টার্কের জুটি দলের রানের সঙ্গে ৫১ রান যোগ করে।
শেষপর্যন্ত ৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস এবং আদিল রাশিদ তিনটি করে উইকেট নেন।