সেমিফাইনালে কোহলিদের লজ্জার বিশ্বরেকর্ড

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ থেকে বাদ পড়ার ম্যাচে একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে বিরাট কোহলির দল।
ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবারের মতো কোনও দলের শীর্ষ তিন ব্যাটসম্যান এক রান করে ফিরেছেন। ২৩৯ রান অতিক্রম করতে নেমে রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি; ভারতের এই শীর্ষ তিন ব্যাটসম্যানই এক রান করে করেছেন ।

কিউই পেসার ম্যাট হেনরির সামনে রীতিমতো হাবুডুবু খেয়েছে ভারতের টপ অর্ডার। অসাধারণ স্পেলে মাত্র ৩৭ রান খরচায় ভারতের তিনটি উইকেট তুলে নেন তিনি।
এর মধ্যে আসরে দুর্দান্ত ফর্মে থাকা রোহিতকে শুরুতেই ফেরান হেনরি। মাত্র এক রানে ব্যাটিং করার সময় রোহিতকে টম লাথামের ক্যাচ বানিয়ে মাঠ ছাড়া করেছেন তিনি।
তারপর আরেক ওপেনার লোকেশ রাহুলকেও (১) একইভাবে বিদায় করেছেন হেনরি। উইকেটে থিতু হতে পারেননি ভারতের অধিনায়ক কোহলিও।
এক রানে ব্যাটিং করার সময়, ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ম্যাচটি ভারত হেরে যায় ১৮ রানে। একইসাথে লজ্জার এক রেকর্ডের সাক্ষী হয়ে থাকে ভারতের টপঅর্ডার।