৪৫ মিনিট বাজে খেলে বাদ পড়েছিঃ কোহলি

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
পুরো আসরে অসাধারণ খেলেও সেমিফাইনালে মাত্র ৪৫ মিনিট বাজে খেলে বাদ পড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানের হারের পর এমন মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের অসাধারণ স্পেলে মাত্র পাঁচ রানে তিন উইকেট হারায় ভারত। এরপর দলীয় ২৪ রানের মধ্যে অভিজ্ঞ দিনেশ কার্তিকের উইকেটও হারায় তাঁরা। এরপর রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির নৈপুণ্যে প্রায় শেষ পর্যন্ত ম্যাচে থাকলেও জিততে পারেনি দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে কোহলি বলেন, 'খুব খারাপ লাগে যখন আপনি পুরো আসরে ভালো খেলে মাত্র ৪৫ মিনিট বাজে ক্রিকেট খেলে বিদায় নেন। কিউইদের এই জয় প্রাপ্য ছিল। তারা সবসময় আমাদের চেপে রেখেছে। মাঠে তাদের সাহসী পারফর্মেন্স ছিল।
আমাদের শট নির্বাচন আরও ভালো হতে পারত। এছাড়া আমরা ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি। পুরো আসরে আমাদের নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তা সত্যিই গর্ব করার মতো।'
গ্রুপ পর্বে আট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হেরেছে ভারত। আর একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলেছে তাঁরা।