আমার দলের কেউ স্লেজিং পারতো নাঃ সৌরভ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতে অনেক ক্রিকেটারকেই স্লেজিং করতে দেখা যায়। তবে ব্যতিক্রম ছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত। স্লেজিংয়ে দুর্বল ছিল তখনকার ভারত, মন্তব্য করেছেন স্বয়ং সৌরভ।
বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলে নিশ্চিতভাবেই স্লেজিংয়ের শিকার হতে হয় যেকোনো দলকে। নিজের সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌরভ যখন সঙ্গের ক্রিকেটারদের স্লেজিং করতে অনুরোধ করতেন তখন তাঁর অনুরোধে কেউ স্লেজিং করতো না, বলেছেন সৌরভ।

রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং শচিন টেন্ডুলকারদের নিয়ে গড়া সেই একাদশে স্লেজিং করতেন কেবল হরভাজন সিং। স্টার স্পোর্টসের আলোচনা অনুষ্ঠানে স্লেজিং প্রসঙ্গ উঠতেই পুরনো স্মৃতি রোমন্থন করেছেন সৌরভ।
'ওই দলে কারো কাছে স্লেজিং পাওয়া কঠিন ছিল। কেননা আমার দলে অনেক ভদ্রলোক ছিল। আমি যদি রাহুল দ্রাবিড়কে স্লেজিং করতে বলতাম সে আমার দিকে এসে বলত, 'না এটা খেলার সঠিক পদ্ধতি নয়।' তারপর হয়তো ভিভিএস লক্ষণকে বলতাম।
সে বলত, 'আমি আমার ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর চেষ্টা করছি।' শচিনকে কিছু করতে বললে, সে দূরে ফিল্ডিংয়ে চলে যেত। তারপর মিড উইকেটে থাকা ফিল্ডারকে বলত স্টিভ ওয়াহকে স্লেজিং করতে। যা করার আমাকে আর হরভাজনকেই করতে হতো।'