promotional_ad

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে কিউইরা।


২৪০ রানের লক্ষ্য স্বল্প মনে হলেও উইকেটের সুবিধা নিয়ে সেটাকে অনেক কঠিন করে তোলেন নিউজিল্যান্ডের পেসাররা। মাত্র পাঁচ রানের মধ্যেই ভারতের শীর্ষ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তাঁরা।


দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। বিরাট কোহলিকে এলবিডব্লিউতে বিদায় করেছেন ট্রেন্ট বোল্ট। এই তিন ব্যাটসম্যানই ফিরেছেন এক রান করে।


এরপর দলীয় ২৪ রানে ফেরেন দিনেশ কার্তিক (৬)। হেনরির তৃতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। এরপর আশা জাগিয়েও ফিরেছেন ঋসভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া।


দলীয় ৯৬ রানের মধ্যে ফিরেছেন এই দুজন। দুজনের ব্যাটে থেকেই আসে ৩২ রান করে। এরপর দেখেশুনে খেলতে শুরু করেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। ধোনি রক্ষণাত্মক খেললেও হাত খুলে খেলতে থাকেন জাদেজা।



promotional_ad

হাফ সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ধোনির সঙ্গে তিনি যোগ করেন ১১৬ রান। ম্যাচের ৪৮তম ওভারে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যাওয়ার আগে ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।


তাঁর ইনিংসে ছিল চারটি করে ছক্কা এবং চারের মার। ৪৯তম ওভারে মার্টিন গাপটিলের দুর্দান্ত একটি থ্রো'তে রানআউট হয়ে বিদায় নেন ধোনি। বিশ্বকাপে নিজের শেষ ইনিংসে ৭২ বলে ৫০ রান করেন তিনি। 


জাদেজা-ধোনির বিদায়ের পর নুইয়ে পড়ে ভারত। ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত।    


ম্যানচেষ্টারে এর আগে গত মঙ্গলবার ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির বাঁধায় আর একটি বলও মাঠে গড়াতে পারেনি।


টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকেন অফফর্মে থাকা মার্টিন গাপটিল। ১৪ বলে এক রান করে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ'র বলে স্লিপে ক্যাচ তুলে ফিরেছেন তিনি।


এরপর আরেক ওপেনার হেনরি নিকোলসের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। উইকেটে থিতু হয়ে খেলতে থাকা নিকোলস বোল্ড হয়ে ফিরেন ২৮ রানে। তাঁকে ফিরিয়েছেন জাদেজা। 



তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনের সঙ্গে ৬৫ রান যোগ করেন রস টেলর। আসরে অসাধারণ ফর্মে থাকা উইলিয়ামসন এই ম্যাচেও করেছেন ৬৭ রান।


৯৫ বলের এই ইনিংসে ছিল ছয়টি চারের মার। তাঁকে ফিরিয়েছেন যুবেন্দ্র চাহাল। জেমস নিশাম (১২) এবং কলিন ডি গ্র্যান্ডহোমও (১৬) দলীয় ২০০ রানের মধ্যে ফিরে গেছেন।


এই দুজনকে ফিরিয়েছেন যথাক্রমে হার্দিক পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার। তাঁদের সঙ্গে ছোটো দুটি জুটি গড়ে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ টেলর।


একপ্রান্ত আগলে রেখে দারুণ একটি ইনিংস খেলেছেন টেলর। আগের দিনের ৬৭ রানের সঙ্গে এদিন আরও কিছু রান যোগ করেন তিনি। কিউইদের ২৩৯ রানের পুঁজিতে তাঁর অবদান ৭৪ রান।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball