অস্ট্রেলিয়া মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছে, দাবি রুটের

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে লড়াইয়ের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মেতেছে অস্ট্রেলিয়া, দাবি করছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। অজি স্পিনার নাথান লায়নের করা মন্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন রুট।


গত রবিবার ইংল্যান্ডের প্রশংসা করে গণমাধ্যমের কাছে লায়ন বলেছিলেন, 'আমি মনে করি তারা (ইংল্যান্ড) সবাই বিশ্বসেরা ক্রিকেটার। দুই বছর ধরে তারা এক নম্বর দল। এই বিশ্বকাপে তারাই ফেবারিট। 


promotional_ad

তারা হারলে তারা বিশ্বকাপ হারাবে। আমাদের এখানে হারানোর কিছু নেই, আমরা কেবল কিছু অর্জন করতে পারি।'


বিষয়টি ভালোভাবে নিতে পারেননি রুট। ইংল্যান্ড টেস্ট দলের দলপতি মনে করছেন, এমন মন্তব্য করে নিজেদের কেবল নির্ভার করছেন অজিরা। এটা তাদের মনস্তাত্ত্বিক লড়াই ছাড়া কিছুই নয়, দাবি করেছেন রুট। 


'নাথান অনেক সময় অনেক কথা বলেছে। এটা হচ্ছে ক্ষতস্থানে লবণ ঢেলে দেওয়ার মতো। এই কথা বলে সে নিজের এবং দলের ওপর থেকে চাপ সরিয়ে নিচ্ছে। আমরা জানি ভালো খেলতে হলে আমাদের কি করতে হবে। পরিকল্পনা সফল হলে আমরা ভালো করব।' বলেছেন রুট।


ম্যাচ বা সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমে যাওয়ার প্রথা বেশ পুরনো, বলেছেন রুট। এর আগে ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজের আগে সাবেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা বলেছিলেন ৫-০ হতে যাচ্ছে এবারের অ্যাশেজ। 


সেই উদাহরণ টেনে রুট বলেন, 'মনস্তাত্ত্বিক লড়াই তারা আগেও চালিয়েছে। এর আগে ম্যাকগ্রাও ৫-০ ব্যবধানে আমরা হারব বলে গণমাধ্যমে বলেছিল। অস্ট্রেলিয়ার সাথে খেলতে হলে এটা খুবই সাধারন বিষয়। এভাবেই তারা নিজেদের প্রস্তুত করে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball