আগে ব্যাটিং করলেই মিলছে সাফল্য!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। এর মধ্যে দিয়ে টানা ৭ ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে। এর আগে ২০ থেকে ২৫ জুন পর্যন্তও ৭টি ম্যাচে জিতেছিল আগে ব্যাটিং করা দল।
বোঝাই যাচ্ছে, আগে ব্যাট করলেই সাফল্য ধরা দিচ্ছে এই বিশ্বকাপে। আরেকটি পরিসংখ্যান ঘাটলে বিষয়টি আরও স্পষ্ট হবে। গ্রুপ পর্বের শেষ ২০ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল।

বিশ্বকাপের প্রথম তিন সপ্তাহে বেশিরভাগ ম্যাচই খেলা হয়ে অব্যবহৃত উইকেটে। সেখানেও আগে ব্যাটিং করা দল বেশি সাফল্য পেয়েছে। শুরুর দিকের ২১ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল।
রান তাড়া করতে যাওয়া দল জিতেছে ১০টি ম্যাচে। বিশ্বকাপের শুরুতে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি ম্যাচগুলোতে আগে ব্যাটিং করা দল বিশেষ সুবিধা পেয়েছে উইকেট থেকে।
আগের চারটি বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপেই সবচেয়ে বেশি ম্যাচে আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে। ২০১৫ বিশ্বকাপে ৪৮ ম্যাচের মধ্যে ২৪টিতে আগে ব্যাটিং করা দল জয় পেয়েছিল।
বাকি ২৪ ম্যাচে জয় পায় রান তাড়া করা দল। ২০১১ বিশ্বকাপে ৪৭টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচে জয় পায় আগে ব্যাটিং করা দল। লক্ষ্য তাড়া করা দল জেতে ২৩টি ম্যাচে।
২০০৭ বিশ্বকাপে আগে এবং পরে ব্যাটিং করা দল সমান সংখ্যক ম্যাচে জয় পায়। ৫০ ম্যাচের মধ্যে ২৫টি করে জয় পায় আগে বা পরে ব্যাটিং করা দল।