পিসিবিকে ধুয়ে দিলেন উমর গুল

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত না হওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন উমর গুল। লম্বা সময় ধরে পাকিস্তানের জাতীয় দলের বাইরে থাকা এই পেসার নির্বাচকদের প্রতি ক্ষোভ ঝেরেছেন।
পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে ৯২'র বিশ্বচ্যাম্পিয়নরা। নয়টি ম্যাচে তাঁদের জয় পাঁচটি, পয়েন্ট ১১।
পাকিস্তানের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে সেমিফাইনালে ওঠার আপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তান।
তারপরও ক্ষোভ কমেনি গুলের। পাকিস্তান দলের এক সময়ের নিয়মিত এই সদস্য মনে করছেন, পরিকল্পনায় বরাবরই দুর্বল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
'পাকিস্তানের‘ জন্য বিশ্বকাপ শেষ। পিসিবি এবং নির্বাচকরা এখন বড় বড় অজুহাত দেখাবে। এরপর তারা বলবে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য তারা নতুন করে দল সাজাবে। সত্যি কথা হচ্ছে, তারা এসবের কিছুই করবে না।' বলেছেন উমর।
