promotional_ad

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে আলোচনার কেন্দ্রে বৃষ্টি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৯ জুলাই ম্যানচেষ্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিরাট কোহলির ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ম্যাচের দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে ম্যানচেষ্টারে।


ইংল্যান্ডের আবহাওয়া সংস্থা জানাচ্ছে এমনটাই। যদি বৃষ্টির কারণে সেদিন ম্যাচটি ভেসে যায়, তাহলে অবশ্য পরের দিন (১০ জুলাই) রিজার্ভ ডে রেখেছে আয়োজকরা।



promotional_ad

সমস্যা হচ্ছে, সেই রিজার্ভ ডে তেও বৃষ্টির জোরালো সম্ভাবনা দেখা আছে। বৃষ্টি থামলে দুই দল যদি মাঠে নামতে পারে তাহলে ওভার কমিয়ে খেলা হতে পারে।


আর যদি দুই দিনই বৃষ্টির কবলে ম্যাচ ভেসে যায়, সেক্ষেত্রে বিবেচনা করা হবে গ্রুপ পর্বে হেড টু হেড ম্যাচের ফলাফল। সেই ম্যাচে যে দল জিতবে আয়োজকদের নিয়ম নীতি অনুসারে ফাইনালে ওই দলকেই ওঠানো হবে।


এখানেও আছে সমস্যা! কেননা এই দুই দলের গ্রুপ পর্বের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছে। যার কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাঁদের।



এভাবে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে তাকানো হবে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার দিকে। তালিকা অনুযায়ী ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ভারত।


১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান চার নম্বরে। অর্থাৎ, ম্যাচের দিনের পর রিজার্ভ ডে তেও বৃষ্টির কারণে খেলা না হলে ফাইনাল খেলবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball