দর্শক সংকটে ভুগতে পারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সেমিফাইনাল!

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
১১ জুলাই বার্মিংহামে অনুষ্ঠেয় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি দর্শক সংকটে ভুগতে পারে। যদিও বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সবগুলো টিকিট!
ম্যাচের ৫০ ভাগের বেশি টিকিট কেটেছে ভারতীয়রা। কেননা এই স্টেডিয়ামে ভারত আর ইংল্যান্ডের লড়াই হবে বলে ধরে নিয়েছিল তাঁরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেক আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পরা দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে ফেবারিট অস্ট্রেলিয়া।
ভারতের সমর্থকরা ধরে নিয়েছিল, সেই ম্যাচে জিতবে অ্যারন ফিঞ্চের দল। তাহলে পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে যেতো ভারত। এক্ষেত্রে তিনে থাকা ইংল্যান্ডের সঙ্গে বার্মিংহামে সেমিফাইনাল খেলতে হতো তাঁদের।
কিন্তু অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে যায় ভারত। ফলে ৯ জুলাই ম্যানচেষ্টারে বিরাট কোহলির দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচও যথেষ্ট জনপ্রিয়। তারপরও ম্যাচটি যদি ভারতীয় সমর্থকরা না দেখতে আসে তাহলে স্টেডিয়ামের অর্ধেকের বেশি জায়গা ফাঁকা পড়ে থাকবে!