সেঞ্চুরি উপভোগ করতে পারছেন না রোহিত!

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে ইতোমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত শর্মা। তবে নিজের করা সেঞ্চুরিগুলো এখনও উপভোগ করতে পারছেন না ভারতের সহ অধিনায়ক।
বিশ্বকাপের শিরোপা হাতে না আসা পর্যন্ত সেঞ্চুরিগুলো মূল্যহীন রোহিতের কাছে। তবে বিশ্বকাপ জিতলে সেঞ্চুরিগুলো উপভোগ করবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

'না এখনও না। আমরা যদি বিশ্বকাপ জিতি তাহলে আমি সেঞ্চুরি উপভোগ করব। যদি না জিতি, তাহলে উপভোগ করার সুযোগ নেই। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। আপনি কত রান করেছেন বা কত উইকেট নিয়েছেন এটা গুরুত্বপূর্ণ নয়।
চার বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হয় সবাইকে। সেমিফাইনাল এবং ফাইনাল জিতে আমাদের শিরোপা নিশ্চিত করতে হবে। এর আগে আপনি যতোই সেঞ্চুরি করেন বা যতোই রান করেন, তৃপ্ত হতে পারবেন না।' বলেছেন রোহিত।
নির্দিষ্ট একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৪) রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার দখলে। দাপটের সঙ্গে এই রেকর্ড ভেঙেছেন রোহিত। যদিও নিজের গড়া রেকর্ড নিয়েও মাথাব্যাথা নেই তাঁর।
রোহিত আরও বলেন, 'আমি এখানে রেকর্ড গড়তে আসিনি। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি, রান করতে এসেছি এবং বিশ্বকাপ জিততে এসেছি। সত্যি বলতে আমি রেকর্ড নিয়ে ভাবি না।'