অধিনায়কত্ব ছাড়তে চান না ডু প্লেসি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি ইঙ্গিত দিয়েছেন আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে বোর্ড চাইলে দায়িত্ব থেকে সরে যাবেন তিনি।
দলের কোচ ওটিস গিবসনকেও টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে দেখতে চান এই প্রোটিয়া। ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগেই ফাফ এবং কোচ মিলে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁরা।

চলতি বিশ্বকাপে দল হিসেবে ভালো পারফর্ম করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩টি জয় নিয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে দলটি। টুর্নামেন্টের শুরুতে টানা হারের মধ্যে থাকলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাঁরা।
ফাফ জানান, 'আমার এবং কোচের পরিকল্পনা ছিল যে আমরা আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবো। দুজনই চেয়েছি এমনটা। পেছনে যাই ঘটে যাক, এই পরিকল্পনাতেই এগোতে চেয়েছিলাম আমরা।
এরপর যদি বোর্ড চায় তাহলে কোচ এবং অধিনায়ককে সরিয়ে দিতে পারে। কারন এরপর আমরা আড়াই থেকে তিন বছর সময় পাচ্ছি নতুন কোচ এবং অধিনায়ককে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত সময় দেয়ার।'
বিশ্বকাপ দিয়েই ক্রিকেটকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ইমরান তাহির এবং জেপি ডুমিনি। আর আসর শুরুর বছর খানেক আগে দলের সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স হুট করেই অবসরের ঘোষণা দেন।
এমন অবস্থায় দলকে নতুন করে গড়ে তুলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ফাফ। তবে ফাফ নিজের বক্তব্য দিলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এখনও কোন কিছু জানায়নি তাঁর অধিনায়কত্ব ধরে রাখার ব্যাপারে।