কেমন হবে সেমিফাইনাল

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
দেখতে দেখতে শেষ হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনালের চারটি দলই এখন চূড়ান্ত। ভারত, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বকাপ খেলছে নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ জিতেছে ভারত এবং অস্ট্রেলিয়া। একটি ম্যাচ হারের পাশাপাশি বৃষ্টির কারণে একটি ম্যাচ ভেসে গিয়েছে ভারতের। ১৫ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির দল বিশ্বকাপ শেষ করেছে গ্রুপ পর্বের শীর্ষে থেকে।

দুইটি হার থাকায় ভারতের থেকে একটি পয়েন্ট কম পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (১৪)। অ্যারন ফিঞ্চের দল দল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে আছে ইয়ন মরগানের ইংল্যান্ড। ছয়টি জয়ে তাঁদের পয়েন্ট ১২। চতুর্থ স্থানে আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। পাঁচটি জয় নিয়ে তাঁদের পয়েন্ট ১১।
গ্রুপ পর্বের শীর্ষস্থানে থাকা দল সেমিফাইনালে খেলবে তালিকার চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গে। এক্ষেত্রে ৯ জুলাই ম্যানচেষ্টারে ভারতের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড।
এছাড়া গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে আরেকটি সেমিফাইনাল। অর্থাৎ বার্মিংহামে ১১ জুলাই সেমিফাইনালের আরেক দ্বৈরথে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।