promotional_ad

দক্ষিণ আফ্রিকার হুমকি কোলপাক এবং ফ্র্যাঞ্চাইজি লিগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোলপাক চুক্তির কারণে অনেক ক্রিকেটারকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর মতে কোলপাক এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দক্ষিণ আফ্রিকার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।


এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহায়তা চেয়েছেন প্রোটিয়া দলপতি। গত ফেব্রুয়ারিতে কোলপাক চুক্তিতে জড়িয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন প্রোটিয়া পেসার ডোয়াইন অলিভিয়ের।



promotional_ad

একসময় কোলপাকে জড়ানোর কথা ভেবেছিলেন ডু প্লেসি নিজেই। তাই কোলপাকের লোভনীয় প্রস্তাবের কথা বেশ ভালোভাবেই জানা আছে তাঁর। তাই এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন ডু প্লেসি।


‘দক্ষিণ আফ্রিকায় দুই ধরনের ক্রিকেটার আছে। কিছু টেস্ট ক্রিকেটার আছে যারা কোলপাকে যেতে চায়। অন্যদিকে সাদা বলে ভালো খেলা অনেকে ফ্র্যাঞ্চাইজি লিগে মনযোগী হতে চায়। এই দুটিই আমাদের ক্রিকেটের জন্য হুমকির কারণ। আমাদের এই ওয়ানডে দলের অনেকেই অবসর নিয়ে টি-টোয়েন্টি লিগে পূর্ণ মনোযোগ দেবে।'


কোলপাকের হাতছানিটা অগ্রাহ্য করা কতটা কঠিন, সেটা ভালোভাবেই জানেন ডু প্লেসি। আপাতত তাঁর চিন্তায় বিশ্বকাপ। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে তিন  ফরম্যাটেই খেলবেন কিনা সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন প্রোটিয়া এই দলপতি।



'এছাড়াও অনেকে ওয়ানডে ছাড়ার কথা ভাববে, আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। বর্তমানে আমি শুধু বিশ্বকাপ নিয়েই ভাবছি। এই মুহূর্তে আবেগী হয়ে ক্যারিয়ারের কোন সিদ্ধান্ত নিতে চাই না। আমি কি ভবিষ্যতে তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলতে চাই? এটা কিছুটা সময় নিয়েই ভাবতে হবে।’ 


সব দেশে ন্যূনতম বেতন নিশ্চিত করলে কোলপাকে যাওয়া ক্রিকেটারের সংখ্যা  অনেকটাই কমে আসবে বিশ্বাস ডু প্লেসির। অন্য দলগুলোর সঙ্গে বেতন বৈষম্য দূর হবে বলে মনে করেন করেন এই তারক???। সহসাই এমন কিছু হওয়ায় সম্ভাবনা ক্ষীণ, এমনটাই ধারণা ডু প্লেসির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball