সাকিবকে সঙ্গ দিতে ব্যর্থ মুশফিকও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ৩১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। ইতোমধ্যে সেই লক্ষ্যে এখন ব্যাট করছে মাশরাফি বিন মুর্তজার দল।
সাকিবকে সঙ্গ দেয়া হল না মুশফিকেরঃ
তামিম ইকবালের বিদায়ের পর সাকিবের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজেদের মধ্যে ৩০ রানের জুটি গড়ার পর ওয়াহাব রিয়াজের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে বিদায় নিতে হয় মুশফিককে। ১৬ রান আসে তাঁর ব্যাট থেকে।

ফিরলেন তামিমঃ
এবারের আসরে নিজেকে প্রমাণের জন্য শেষ একটি সুযোগ পেয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে মাত্র ৮ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।
জীবন পেয়ে কাজে লাগাতে ব্যর্থ সৌম্যঃ
ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ দিয়ে বসেছিলেন ওপেনার সৌম্য সরকার। কিন্তু সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন হারিস সোহেল। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান অবশ্য সেটাকে কাজে লাগাতে পারেননি। ব্যক্তিগত ২২ রানে পয়েন্ট অঞ্চলে আমিরের বলেই ফখর জামানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৭৮/৩ (১৭ ওভার)