চাচা ইনজামামের কথা মনে করিয়ে দিলেন ইমাম

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
দেহের গড়ন আর ব্যাটিং নির্ভরতায় চাচা ইনজামাম-উল-হকের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ইমাম-উল-হককে। পাকিস্তানের দুই প্রজন্মের দুই ক্রিকেটারের এবার আরেকটি মিল পাওয়া গেল।
মিলটা হিট উইকেটে। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইমাম। সেঞ্চুরি করার পর মুস্তাফিজুর রহমানের বলে যেভাবে হিট উইকেটে আউট হলেন তিনি, তা মনে করিয়ে দিলো প্রায় ১৩ বছর আগের এক ঘটনা।
২০০৬ সালে ইংল্যান্ডের লিডসে স্বাগতিকদের মোকাবেলা করছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের প্রথম ইনিংসে সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসারের বলে হিট উইকেটের শিকার হয়ে ফিরেছিলেন ইনজামাম।
প্রায় ১৩ বছর পর হিট উইকেটের শিকার হয়ে সেই ঘটনা মনে করিয়ে দিয়েছেন ইমাম। ভারী দেহ নিয়ে ইনজামাম অবশ্য বেশ কয়েকবার দৃষ্টিকটুভাবে রান আউট হয়ে ফিরেছেন।
ব্যাটিং নির্ভরতায় যেমন অতুলনীয় ছিলেন তিনি, ঠিক তেমনি হাস্যকর রান আউট বা দৃষ্টিকটু হিট উইকেটে আউট হওয়ার নজিরও আছে ইনজামামের।
বর্তমানে ইনজামামের ভাতিজা ইমামও পাকিস্তানের ব্যাটিং নির্ভরশীলতার অন্যতম প্রতিক। এতদিন চাচার মতো হাস্যকর রান আউট না হলেও বাংলাদেশের বিপক্ষে দৃষ্টিকটুভাবে হিট আউট হলেন ইমাম।
