promotional_ad

ঘরের মাঠের সুবিধা নিতে চেয়েছিল ইংল্যান্ড

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকলে গ্রুপ পর্বের ৯টি ম্যাচই এজবাস্টন, ওভাল ও ট্রেন্ট ব্রিজে খেলতেন তাঁরা।


মরগানের নেতৃত্বে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা। এই মাঠেই ভারত কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলবে তাঁরা।তাই স্বস্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক। 



promotional_ad

‘এই মাঠে খেলতে আমরা খুব পছন্দ করি। আমরা কোথায় আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে চাই, তা যদি আমাদের বাছাই করার সুযোগ থাকতো তাহলে এজবাস্টন, ওভাল ও ট্রেন্ট ব্রিজ সম্ভবত এই তিনটা মাঠে আমরা নয়টা ম্যাচ খেলতে চােইতাম। তাই এটা স্বস্তির যে ঐ তিনটা মাঠের একটাতে আমরা খেলব।’


শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। তবে সর্বশেষ দুই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। এই দুটি জয় ২৭ বছর পর সেমিফাইনালে জায়গা করে নেয়া ইংল্যান্ড দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস মরগানের।


‘আমি মনে করি, গত দুই ম্যাচে আমরা যা অর্জন করেছি, সামনে ভালো করতে তা আমাদের কাজে আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা গ্রুপ পর্ব পার করেছি এবং আমরা নিজেদের সেরা ক্রিকেটের খানিকটা খেলতে সমর্থ হয়েছি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball