ধোনির অবসর নিয়ে সংশয়ে ভারতীয় বোর্ড

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু জানা গেল, ভারতকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়কের অবসরের ব্যাপারে কিছুই জানে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!
ধোনির অবসর নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যম পিটিআইকে বলেছে, 'ধোনির ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে বিশ্বকাপের পর তার খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তিন ফরম্যাটেই সে হঠাৎ করে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিল। সে থাকবে কিনা এটা এখনই বলা মুশকিল।'
গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
এ ছাড়া উইকেটরক্ষক ঋসভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।
ভারতীয় বোর্ডে কর্মরত এক সাবেক ক্রিকেটার না প্রকাশ করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর টিম ম্যানেজমেন্ট ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। তারা আরও দুই বছর ধোনিকে দলে রাখবে এমনটা সিদ্ধান্ত নিয়েছিল।
ভারত যেভাবে সেমিফাইনালে উঠলো, তাতে ধোনিকে নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। কেউ তাকে অবসর নিতে বলবে না। তবে সে নিজেও জানে বিশ্বকাপের পর সবকিছুতে পরিবর্তন আসবে।’
