অবশেষে খেলছেন সাউদি

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশ থেকে বাদ গিয়েছেন লকি ফার্গুসন এবং ইশ সোধি। এদের বদলে জায়গা পেয়েছেন দুই পেসার ম্যাট হেনরি এবং টিম সাউদি।
অপরদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি ইংল্যান্ড। ভারতের বিপক্ষে খেলা ম্যাচজয়ী একাদশে ভরসা রাখছে তাঁরা।

এবারের আসরে এখনও খেলেননি সাউদি। ইনজুরি দিয়ে বিশ্বকাপ শুরু করা এই পেসার পরবর্তীতে দলে জায়গা পাননি কম্বিনেশনের কারণে।
চেষ্টার লি স্ট্রিটে আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন নরগান।
নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই তৃতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিক ইংল্যান্ড। অপরদিকে নিউজিল্যান্ড আজকে জিতলে তাঁদেরও সেমিফাইনাল নিশ্চিত হবে।
নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টিম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
ইংল্যান্ডঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্মার ও মার্ক উড।