promotional_ad

এজবাস্টনে টস কতটা গুরুত্বপূর্ণ?

রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এজবাস্টনে ভারতের বিপক্ষে টসে জয়ী হওয়াটা কতোটা গুরুত্বপূর্ণ সেটা বেশ ভালোভাবেই জানেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ থেকে এক কদম এগিয়ে যাওয়ার সুযোগ তাদের এখানেই। 


যদিও ভারতের বিপক্ষে টসে সিদ্ধান্তটা কী নিবেন, সেই ব্যাপারে মাশরাফি নিজেই সন্দিহান। এ জন্য ম্যাচের ঠিক আগে উইকেট দেখেই সিদ্ধান্তটা নেয়ার চিন্তা ভাবনা  তাঁর।



promotional_ad

ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার ম্যাচটিও এই এজবাস্টনে হয়েছিল। ছোট মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৩৭ তোলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে উইকেট স্লো হয়ে যাওয়ায় ভারতের ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে। 


আগের ম্যাচের ফলাফল ভাবনায় রয়েছে মাশরাফির। তাই আগেই সিদ্ধান্ত নিতে চান না তিনি। 


তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না টস কতটা গুরুত্বপূর্ণ হবে। অনেকেই বলেছেন যে টস অনেক গুরুত্বপূর্ণ। এখানে ব্যাটিং করে সুযোগ কাজে লাগানো যায়। তবে আমি মনে করি দুই দলই শক্তিশালী। গতকাল যখন তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ধুঁকছিল. তারপরও তারা শেষ পর্যন্ত ৩০৭ রানের মতো করেছে। 



ভারতের বিপক্ষে আমি বলবো টস দুই দিকেই গুরুত্বপূর্ণ হবে। যদি আমাদের প্ল্যান থাকে যে টস জিতে ব্যাটিং নিবো বা বোলিং নিবো, সে সময় যদি টস জিতি তাহলে তা অবশ্যই কাজে আসবে। তবে এই দলের বিপক্ষে আমি আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball