মাশরাফির মতো করেই ভাবছেন আমলা

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
অবসর ইস্যুতে মাশরাফি বিন মুর্তজার পথেই হাঁটছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। বাংলাদেশের অধিনায়কের মতো অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনিও।
অবসর সম্পর্কে সম্প্রতি তিনি জানান, 'আমি জানি না এই ব্যাপারে। বিশ্বকাপ শেষ হলে আমি বাসায় যাবো এবং পরিবারের সঙ্গে সময় কাটাবো। আমি এখনও খেলার মতো ফিট। সবকিছু ঠিকঠাক চলছে।'
বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমলার অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। ৩৬ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটসম্যান বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন বলে দক্ষিণ আফ্রিকা বোর্ডের একাধিক সূত্র থেকে জানা গিয়েছিল। এবার অবসরের গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন আমলা।
মাস ছয়েক আগে সংসদ সদস্য মনোনীত হওয়ার পর মাশরাফি বলেছিলেন, বিশ্বকাপের পর অবসর নিয়ে চিন্তা ভাবনা করবেন তিনি।
৩৫ বছর বয়সী মাশরাফির ফিটনেস এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ধরেই নেওয়া হচ্ছিল, চলমান বিশ্বকাপ শেষেই অবসরে যাচ্ছেন তিনি। কিন্তু এমনটা হয়নি।
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মাশরাফি জানিয়েছেন, খেলা আরও চালিয়ে যাবেন তিনি। 'নিশ্চিতভাবে এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষে আমি অবসর নিচ্ছি না, খেলে যাব।' বলেছেন মাশরাফি।
