পাকিস্তানের সমর্থন পাওয়া দুর্লভঃ কোহলি

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানি সমর্থকদের সঙ্গে রসিকতা করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা নিয়ে রসিকতা করেছেন তিনি।
শেষ চারে জায়গা করে নিতে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে পাকিস্তানকে। এরপর পয়েন্ট টেবিলের সমীকরণে তাকিয়ে থাকতে হবে সরফরাজবাহিনীকে।

হিসেব অনুযায়ী ভারতের বিপক্ষে ইংল্যান্ড হারলেই সুবিধা হবে পাকিস্তানের। তাই পাকিস্তানি সমর্থকরাও আজ তাকিয়ে আছে ভারতের দিকে।
এটা নিয়েই রসিকতা করেছেন কোহলি। ভারত অধিনায়ক টসের সময় বলেন, 'পাকিস্তানি সমর্থকরাও আজ আমাদের সমর্থন করবে (হাসি)। এটা খুবই দুর্লভ।'
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টসে জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় দল ভারত। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে বিরাট কোহলির দল।