খাওয়াজা-ক্যারির প্রতিরোধের পর বোল্টের হ্যাটট্রিক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
উসমান খাওয়াজা এবং অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে পর ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিকে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝারি পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। তাঁরা দলীয় ৪৬ রানের মধ্যেই শীর্ষ তিন ব্যাটম্যানকে হারায়। ফর্মের তুঙ্গে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬ রান করে আউট হন লকি ফার্গুসনের বলে উইকেটের পেছনে কিউই উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ দিয়ে।
বেশিক্ষণ টিকতে পারেননি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। ডানহাতি এই ব্যাটম্যান কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথও। তিনি ৫ রান করে সাজঘরে ফেরেন ফার্গুসনের দ্বিতীয় শিকার হয়ে মার্টিন গাপটিলের দুর্দান্ত ক্যাচে। চতুর্থ উইকেটে অজিদের ইনিংস মেরামতের চেষ্টা চালান উসমান খাওয়াজা ও মার্কুস স্টয়নিস।
এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৩৫ রান। স্টয়নিস ২১ রান করে নিউজিল্যান্ডের আরেক পেসার জিমি নিশামের শিকার হলে খাওয়াজার সঙ্গে তাঁর এই জুটি ভাঙে। বিশ্বকাপের শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচেই শেষ দিকে ঝড় তোলা গ্লেন ম্যাক্সওয়েল এই ম্যাচে ব্যর্থ হন।
তিনি ফিরেছেন কোনো রান না করেই। তিনি নিশামের দ্বিতীয় শিকার হন। দলীয় ৯২ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে মাঝারি সংগ্রহের পথ দেখিয়েছেন খাওয়াজা এবং অ্যালেক্স ক্যারি। এই দুজনে যোগ করেন ১০৭ রান।
ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক উইকেট শিকার করেন বোল্ট। ৫০তম ওভারের তৃতীয় বলে দারুণ খেলতে থাকা খাওয়াজাকে ৮৮ রানে এবং ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই স্টার্ককে বোল্ড করে আউট করেন তিনি।
পঞ্চম বলে জেসন বেহরেনড্রফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন কিউই পেসার বোল্ট। ৫০ ওভারে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৪৩/৯ (৫০ ওভার)
(খাওয়াজা ৮৮, ক্যারি ৭১, স্টয়নিস ৭১; বোল্ট ৪/৫১ )